Ithelpbd.com is Bangla Online Tech Community website.

বাহুবলি ২ এর কার কত টাকা ইনকাম দেখুন চমকে উঠবেন!

277 views

 

ভারতীয় সিনেমার হিসেব বদলে দেয়া ছবি ‘বাহুবলী-টু’। সর্বপ্রথম ভারতীয় ছবি হিসেবে হাজার কোটি আয় কর সবাইকে চমকে দিয়েছে এস.এস.রাজামৌলি’র এ ছবিটি। তবে ব্যয়বহুল এ ছবির জন্য কলাকুশলীদের পারিশ্রমিকের অঙ্কটা শুনলে চমকে যাবে সবাই!

‘বাহুবলী’ ও ‘বাহুবলী-টু’ দু’টি ছবির নির্মাণ খরচ ছিলো প্রায় ৪৩০ কোটি। এর মধ্যে ‘বাহুবলী: দ্যা বিগিনিং’য়ের জন্য খরচ হয় ১৮০ কোটি রুপি আর‘বাহুবলী: দ্যা কনক্লুশন’য়ের বাজেট ছিলো প্রায় ২৫০ কোটি। নির্মাণের আগে থেকেই সর্বাধিক ব্যয়বহুল ভারতীয় সিনেমা হিসেবে স্বীকৃতি পায় ‘বাহুবলী’।তবে মুক্তির পর আয়ের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে গেছে এ ছবি।
ইন্ডিয়ান এক্সপ্র্রেস বলছে, বলিউডের সঙ্গে দক্ষিণী ছবির পারিশ্রমিক কাঠামোতে রয়েছে বেশ ফারাক। আর সে কারণেই বিগ বাজেটের ছবি হলেওঅভিনেতা-অভিনেত্রী আয়ের অঙ্কটা বেশ কম। ফলে লাভের প্রায় পুরোটাই ঘরে তুলতে পেরেছে ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি। ‘বাহুবলী-টু’য়ের প্রধান অভিনেতাপ্রভাস, রানা দগ্গুবতী, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, এমনকি খোদ পরিচালক রাজামৌলির আয়ও ছাড়িয়ে যায়নি বিগ বাজেট বলিউডছবিকে। নিম্নে তাদের আয়ের তালিকা দেয়া হলো:
প্রভাস ওরফে বাহুবলী
‘বাহুবলী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য টানা পাঁচ বছর অন্য কোনো ছবি হাতে নেননি প্রভাস। ‘বাহুবলী’র দুই কিস্তির জন্য এ তারকার মোটপারিশ্রমিক ২৫ কোটি রুপি। তিনি বাহুবলী’র পরো দলে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত তারকা।

বল্লালদেব ওরফে রানা দগ্গুবতী
‘বাহুবলী’ ছবির খলনায়ক রাজা বল্লালদেবের ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক রানা দগ্গুবতী। এ ছবরি জন্য প্রায় ১৫ কোটি রুপিআয় করেছেন তিনি।

দেবসেনা ওরফে আনুশকা শেঠি
‘বাহুবলী-ওয়ান’য়ে তেমন কোনো চমক তৈরি করতে না পারলেও দ্বিতীয় কিস্তিতে এসে যোদ্ধা রাজকুমারী দেবসেনা’র ভূমিকায় বাজিমাত করেছেনআনুশকা। ‘বাহুবলী’র প্রধান এ নারী চরিত্রটির জন্য তিনি পেয়েছেন ৫ কোটি রুপি।

অবন্তিকা ওরফে তামান্না ভাটিয়া
প্রথম কিস্তিতে দুর্দান্ত পর্দা উপস্থিতি থাকলেও দ্বিতীয় কিস্তিতে এসে মাত্র দু’তিনটা দৃম্যে দেখা গেছে তামান্নাকে। বিদ্রোহী যোদ্ধা চরিত্র অবন্তিকার ভূমিকায়অভিনয়ের জন্য তাকেও দেয়া হয়েছে ৫ কোটি রুপি।

শিবগামী ওরফে রম্য কৃষ্ণান
মহেশমতি রাজ্যের রাজমাতা শিবাগামীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য রম্য কৃষ্ণান পেয়েছেন প্রায় আড়াই কোটি রুপি।

কাটাপ্পা ওরফে সত্যরাজ
‘বাহুবলী-টু’ মুক্তির আগেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিলো তা হলো- ‘কাটাপ্পা কেন খুন করলেন বাহুবলীকে ’ ? সে প্রশ্নের উত্তর পাওয়াগেলেও কাটাপ্পার পারিশ্রমিকের অঙ্কটা নিয়ে প্রশ্ন উঠতেও পারে দর্শকের মনে! দ্বিতীয় কিস্তির সর্বাধিক আলোচিত এ চরিত্রের জন্য সত্যরাজ পেয়েছেন মাত্র ২ কোটি রুপি।

পরিচালক এস. এস. রাজমৌলি
‘বাহুবলী’ কারিগর এস.এস. রাজমৌলির পারিশ্রমিকের অঙ্কটাও বেশ সাধাসিধে। ‘বাহুবলী’র দুই কিস্তি পরিচারনার জন্য তিনি পেয়েছেন ২৮ কোটি রুপি।
তবে রাজামৌলি’র জন্য সুখবর হলো তিনি এরসঙ্গে পাচ্ছেন পুরো ছবির আয়ের এক তৃতীয়াংশ। ‘বাহুবলী-ওয়ান’য়ের মোট আয় ছিলো  ৭০০ কোটি রুপি। ‘বাহুবলী-টু’য়ের আয় এ মুঞুর্তে ছাড়িয়েছে ১২০০ কোটির ঘর।

Loading...

আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন । তাই প্লিজ আপনার মতামত কমেন্ট করুন, ধন্যবাদ !!!

avatar
  Subscribe  
Notify of