ithelpbd.Com বাংলা টেকনোলজি ব্লগ নিয়মিত ভিজিট করুন আর নিজেকে গড়ে তুলন একজন IT Expert হিসেবে !
ফেসবুকে কেউ বাজে মন্তব্য করেছে বা কারো পোস্ট ভালো লাগছে না। করে দিলাম ব্লক। ওই ব্যক্তিকে নিয়ে আর কোনো মাথাব্যথা নেই।
ফেসবুকের নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে ‘ব্লক’ শব্দটি তেমন অপরিচিত হওয়ার কথা নয়। অন্যের আপত্তিকর মন্তব্য বা পোস্টকারীকে অনেকেই ব্লক করে দেন। এটি ফেসবুকে ব্যক্তিস্বাধীনতারই অংশ।
চাইলেও ফেসবুকে একজনকে ব্লক করা সম্ভব নয়। তিনি হলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
জাকারবার্গের ফেসবুক পেজে যেয়ে ব্লক করার চেষ্টা করলে লেখা আসে, এই প্রোফাইল এখন ব্লক করা সম্ভব নয় (This profile can’t be blocked for now)।
ithelpbd.Com বাংলা টেকনোলজি ব্লগ নিয়মিত ভিজিট করুন আর নিজেকে গড়ে তুলন একজন IT Expert হিসেবে !
তবে জাকারবার্গের ফেসবুক প্রোফাইল ব্লক করার তেমন কোনো কারণও নেই। কারণ জনসচেতনতা, প্রচারণামূলক কাজ এবং ব্যক্তিগত ও পারিবারিক তথ্য দিয়েই পোস্ট করেন জাকারবার্গ। তবে নিজে একবার ফেসবুক সহপ্রতিষ্ঠাতার প্রোফাইল ব্লকের চেষ্টা করে দেখতে পারেন।
মার্ক জাকারবার্গের ফেসবুক প্রোফাইল ঠিকানা।