Ithelpbd.com is Bangla Online Tech Community website.

গুগলের নতুন ট্যাবলেটের ছবি ফাঁস

347 views

গুগল পিক্সেল ইভেন্টে নতুন ফোনের পাশাপাশি দেখা মিলবে ট্যাবলেট পণ্যের। নতুন ট্যাবলেটটির নাম হবে পিক্সেল স্লেট।

সম্প্রতি মাইস্মার্টপ্রাইজের ওয়েবসাইটে ডিভাইসটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়।ছবি দেখে ধারণা করা হচ্ছে, এতে ইউএসবি সি পোর্ট থাকলেও নেই হেডফোন জ্যাক।

এতে থাকবে আলাদা একটি কির্বোড ও স্টাইলাস। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ক্রোম ওএস আর কমান্ড ফলো করতে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ট্যাবলেটটিতে থাকবে ১৬ জিবি র‍্যাম, ইন্টেল আই৭ প্রসেসর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডিভাইসটি পাওয়া যাবে দুটি ভিন্ন রঙে। তবে এর দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

গত বছর বাজারে আসা গুগল পিক্সেলবুকের দাম ছিলো এক হাজার ডলার। পিক্সেলবুকটির রিভিউ ভালো হলেও দাম বেশি হওয়ার কারণে ক্রেতারা এতে আকৃষ্ট হয়নি।

আগামী মঙ্গলবার নিউইয়র্কে গুগলের ইভেন্টে দেখা মিলবে পিক্সেল স্লেটের।

ম্যাশেবল অবলম্বনে

Loading...

আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন । তাই প্লিজ আপনার মতামত কমেন্ট করুন, ধন্যবাদ !!!

avatar
  Subscribe  
Notify of