Ithelpbd.com is Bangla Online Tech Community website.

বাজারে এলো মটোরোলা ওয়ান পাওয়ার

322 views

এবার অ্যান্ড্রয়েড ওয়ান ফোন আনল মটোরোলা।

তাদের মটোরোলা ওয়ান সিরিজে দুটি ফোন উন্মোচিত হয়েছে, যার দুটিই গুগলের স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।

প্রথম ফোনটির নাম মটোরোলা ওয়ান। এতে আছে ৫ দশমিক ৯  ইঞ্চি নচযুক্ত ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, সামনে পেছনে গরিলা গ্লাস এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর।

এশিয়ার বাইরে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকাতেও ফোনটি পাওয়া যাবে। ব্যাটারি দেয়া হয়েছে ৩০০০ এমএএইচ এবং মূল্য ধরা হয়েছে ৩৫০ ডলার বা প্রায় ২৯ হাজার ৫০০ টাকা।

অন্য ফোনটির নাম দেয়া হয়েছে ‘ওয়ান পাওয়ার’। এতে আছে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর, এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

এটি পাওয়া যাবে শুরুতে শুধুমাত্র ভারতীয় বাজারে। অক্টোবরের শুরুতে ফোনটি বিক্রি শুরু হবে, মূল্যের ব্যাপারে জানা যাবে তখনই।

Loading...

আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন । তাই প্লিজ আপনার মতামত কমেন্ট করুন, ধন্যবাদ !!!

avatar
  Subscribe  
Notify of